১৯৮৪ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর ঝিনাইদহ জেলার মহেশপুরে জন্মগ্রহণ করেন। পিতা অমল কুমার কুণ্ডু ও মাতা দীপ্তি রানি কুণ্ডু। বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে ঢাকাস্থ বিদ্যুৎ বিভাগে কর্মরত। তিনি নিয়মিত গল্প-কবিতা, ছড়া, গোয়েন্দা গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখে চলেছেন। তাঁর লেখার জগতের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে রহস্য, থ্রিলার ও গোয়েন্দা গল্প। প্রকাশিত কিশোর প্রবন্ধ- বিশ্বজয়ী হও (২০১১, ২০১৮) ও উপাসনা (২০১২)। ছড়া-কবিতার বই- অয়ন্তিকা (২০১২), জননী আমার স্বদেশ আমার (২০১৬), ছন্দে ছন্দে নৈতিকতা (২০১৮), বঙ্গবন্ধু অবিনাশী অক্ষয় (২০২০), বড়ো হতে চাও, রোজ ফল খাও (২০২২) ও তুমি আমার বঙ্গবন্ধু (২০২২)। ছোটোদের গল্পের বই- সততার পুরস্কার (২০১৭), গল্প কথায় বর্ণমালা (২০১৯ ও ২০২২), লাস্ট বেঞ্চের ছাত্র (২০১৯), ফার্স্ট বেঞ্চের ছাত্র (২০২০), ভূতবন্ধু ও পরিকুমারীর গল্প (২০২২), গুপ্তধন ও বনকুমারের গল্প (২০২২), অচিনপুরের রূপকথা (২০২২), পরিবন্ধু ও জাদুর খাতা (২০২২) এবং বনমোরগের গল্প (২০২২)। গল্পের বই- শুধু তোমারই জন্য (২০১৫)। কবিতার বই- এই যে গোধূলি, এই যে সন্ধ্যা (২০২২)। সম্পাদনা করেছেন- আবাহন (২০১১), হাতেখড়ি (২০১২), মহেশপুর সাহিত্য পত্রিকা (২০১৫), লিটারেচার (২০২১) ও ত্রৈমাসিক গোয়েন্দা (২০২১)। বর্তমানে তিনি মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পেয়েছেন মহেশপুর সাহিত্য পরিষদ পদক (২০২১)। ২০২১ সাল থেকে 'গল্পে গল্পে শুদ্ধ ভাষা' নামে তাঁর একটি ধারাবাহিক প্রতিমাসে 'কিশোর বাংলা' পত্রিকায়, 'ভূতবাংলো রহস্য' নামে একটি কিশোর অ্যাডভেঞ্চার সিরিজ প্রতিসংখ্যায় 'নব ভাবনা' পত্রিকায় ও নিয়মিত গোয়েন্দা গল্প প্রকাশিত হচ্ছে 'ত্রৈমাসিক গোয়েন্দা' পত্রিকায়। প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, জনকণ্ঠের মতো উল্লেখযোগ্য দৈনিকে, শিশু, নবারুণ, টইটম্বুর, সচিত্র বাংলাদেশ, বেতার বাংলার মতো উল্লেখযোগ্য মাসিক পত্রিকায় এবং সময়ে সময়ে প্রকাশিত সাহিত্যের ছোটো কাগজে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসামের পত্রিকায় তাঁর লেখা বেশির ভাগ রচনাই পাঠকপ্রিয় হয়েছে। তাঁর গল্প অসমীয় ভাষায় অনূদিত হয়ে আসামের পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি রহস্য, গোয়েন্দা ও থ্রিলারপ্রেমী পাঠকশ্রেণির জন্য রচনা করেছেন গল্পগ্রন্থ 'কাপ্তাইয়ে কিস্তিমাত।