প্রায় দেড়-দু‘শো বছর ধরে এক জায়গায় থমকে থাকা এমনই ভয়ঙ্কর সুন্দর আফগানদের দেশ আফগানিস্তান। আফগান শব্দটির অর্থ অজ্ঞাত। তবে সরল অর্থে আফগানিস্তান মানে আফগানদের আবাসভূমি। আর আফগান বলতে আফগানিস্তানের নাগরিকদেরই বোঝানো হয়। আফগানগণ ভূমধ্যসাগরীয় মানবগোষ্ঠী dolichocephalie-এর ইরানি আফগান শাখার সাথে সম্পর্কযুক্ত। প্রচলিত কাহিনি অনুসারে অধিকাংশ আফগান উপজাতির একক পূর্বপুরুষ ছিলেন কায়স আব্দুর রাশীদ, যিনি খালিদ ইবনে ওয়ালিদ (রা)-এর নিকট ইসলাম গ্রহণ করেছিলেন